গীতালদহ ফাঁড়ির উপর পাক গুলিবর্ষণ
নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ২৬ জুলাই-মঙ্গলহাট থেকে পাক সেনারা গীতালদহ সীমান্ত ফাঁড়ির উপর পরপর দু’দিন গুলিবর্ষণ করে। পালটা ব্যবস্থা হিসাবে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীও গুলি চালায়। মুক্তিফৌজ ফুলবাড়ি এবং নাগেশ্বরীর মাঝে সিমেনটের বাঁধটি উড়িয়ে দিয়েছেন। ওদিকে প্রায় ৪০ জন পাক সেনা মুক্তি ফৌজের পােষাক পরে বাধ-বন্দর উদ্ধার করে এসেছিল। কিন্তু স্থানীয় লােকেরা ওদের কারসাজি ধরে ফেলেন এবং মুক্তিফৌজকে খবর দেন। মুক্তিফৌজ গুলি চালিয়ে তাদের বিতাড়িত করেন।
Reference:
২৮ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা