বৈদেশিক সাহায্য বিশেষজ্ঞদের মতে এখনই ব্যবস্থা না নিলে
বাংলাদেশের লােককে না খেয়ে মরতে হবে
এখুনি কোন কার্যকর ব্যবস্থা না নিলে এ বছরের শেষে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষকে না খেয়ে মরতে হবে বলে বৈদেশিক সাহায্য বিশেষজ্ঞরা এখানে আশংকা প্রকাশ করেন। বিশেষজ্ঞদের মতে, এই দুরবস্থার কারণ হল : পাক অফিসারের দায়িত্ব হীনতা, যানবাহনের অভাব এবং মুক্তিফৌজদের বিরামহীন আক্রমণ। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের ৭ কোটি ৬০ লক্ষ লােককে সাধারণভাবে খাওয়াতে গেলেও আরও কয়েক লক্ষ টন বাড়তি খাবারের প্রয়ােজন হবে।
বর্তমানে এখানকার লােকে যা খান প্রয়ােজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল। জনৈক বিশেষজ্ঞ বর্তমান অবস্থার বিশেষ পর্যালােচনা করে বলেছেন, বাংলাদেশে যে দুর্দিন আসছে তা থেকে রক্ষা করার মত আমরা কিছু করতে পারি বলে আমি মনে করিনা। তবে, এর ভয়াবহতা যাতে কিছুটা কম হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি। তারা এই বলে অভিযােগ করেন, পাক সরকার এ সমস্যার সমাধানে বিশেষ কিছুই করেননি।
ইউ এন আই । ২৮ জুলাই ‘৭১
Reference:
২৮ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা