You dont have javascript enabled! Please enable it! 1971.09.11 | ২৫ ভাদ্র ১৩৭৮ শনিবার ১১ সেপ্টম্বর ১৯৭১ | একাত্তরের দশ মাস - রবীন্দ্রনাথ ত্রিবেদী - সংগ্রামের নোটবুক

২৫ ভাদ্র ১৩৭৮ শনিবার ১১ সেপ্টম্বর ১৯৭১

-বাংলাদেশ মুক্তিযুদ্ধে সর্বাঙ্গীন সহযোগিতা করার জন্য ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি দিল্লীতে নিখিল ভারত সম্মেলন অনুষ্ঠিত হয়। Supporting the freedom struggle of Bangladesh an All India Conference on Bangladesh, Sponsored by the Indo-Bangladesh Friendship Association, was held in New Delhi. (সংবাদপত্র)

-ঢাকায় একজন সামরিক মুখপাত্র স্বীকার করেন যে, মুক্তিবাহিনীর গেরিলারা এখন পথে পথে মাইন পুঁতে রাখছে। রাজাকার ও অন্যান্য আধা সামরিক বাহিনীর ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে। (দৈঃপাঃ)

-রংপুরের ডিমলা এলাকায় গেরিলা যোদ্ধারা মাইন পেতে একটি ট্রাক উড়িয়ে দেয়, ফলে ১২ জন হানাদার সেনা নিহত হয়। মুক্তিযোদ্ধারা আলীনগর এলাকায় কয়েকজন রাজাকারের বাড়ি আক্রমণ করে বহু অস্ত্র-শস্ত্র উদ্ধার করে। চিলমারীতে পাক টহলদার সেনাদলের উপর হামলা করে মুক্তিযোদ্ধারা কয়েকজন খান সেনাকে খতম করে।

-কাতারের আমীর শেখ সাবাহ বাংলাদেশের প্রধান মন্ত্রী জনাব তাজুদ্দিন আহমদের কাছে কে তার বার্তায় ‘গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ’ আল আহারাম’ এক সিনিয়র সম্পাদক ডঃ মকসুদ বাংলাদেশ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে বলেন, কয়েকটি আরব রাষ্ট্রের নেতারা নীরব কূটনৈতিক প্রন্থায় ইয়াহিয়া খানকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি অবরুদ্ধ বাংলাদেশে যা ঘটেছে তা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ বিয়োগান্তক ঘটনা বলে উল্লেখ করেন।

-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স পাকিস্তানে উন্নয়ন সাহায্য অব্যাহত রাখার ব্যবস্থা অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা পাকিস্তান সরকারের প্রতি এমন পরিবেশ সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছি যাতে

                                                           শরণার্থীরা স্বদেশে ফিরে আসতে পারে এবং কার্যকরীভাবে সার্বিক উন্নয়ন কর্মসূচী শুরু করা যেতে পারে। উল্লেখ্য, এ সময়ে জাতিসংঘের শরণার্থী কমিশনের প্রধান প্রিন্স সদরউদ্দিন আগাখানের বক্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। কিসিং আরকাইভস লিখছে- “ UN High commission for Refugees, Prince Sadruddin Agakhan, issued on oct. 11 a world-wide appeal for funds to assist the refugees, and gave warning thatif these were not forthcoming, ‘these could be a terrible human drama triggering off an already explosive situation’.

-The appeal issued in May by the UN Secretary-General, U That, had brought in $114000000 (48000000), all of which had already been spent or committed, and in recent weeks donations had been ‘slowly drying up’. The largest contributions in response to the earlier appeal had come from the United States ($ 5,000,000), in addiction; about $ 100,000,000 had been donated under bilateral arrangements or through voluntary agency channels. (KCA,pp.24990).

Reference: একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী