You dont have javascript enabled! Please enable it! 1971.08.12 | বাংলাদেশে সাত’শ বর্গমাইল এলাকা মুক্ত | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে সাত’শ বর্গমাইল এলাকা মুক্ত

নয়াদিল্লি, ১১ আগস্ট-মুক্তিবাহিনী বাংলাদেশের বিভিন্ন সেকটরে প্রায় সাত’শ বর্গমাইল এলাকা পাক ফৌজের হাত থেকে মুক্ত করেছে। আওয়ামী লীগের অরগানাইজিং সেক্রেটারী শ্ৰী মিজান-উর-রহমান আজ এখানে সাংবাদিকদের এই তথ্য জানান। শ্রী রহমান বলেন, পাকসেনারা দিনের বেলাতেও ঐ সমস্ত মুক্ত অঞ্চলে ঢুকতে পারে না। ঐ অঞ্চলগুলি সম্পূর্ণভাবেই মুক্তি ফৌজের আয়ত্তে রয়েছে। শ্রী রহমান সেকটর ভিত্তিক তথ্য দিয়ে বলেন, রাজশাহী জেলায় দু’শ রংপুরে দু’শ এবং শ্রীহট্টে আশি বর্গমাইল এলাকা মুক্ত হয়েছে। অবশিষ্ট মুক্ত অঞ্চলগুলি হচ্ছে ময়মনসিং, টাঙ্গাইল এবং কুষ্টিয়া সেকটরে। শ্রী রহমান আরও জানান, বাংলাদেশ সীমান্তে ৩৮৩টি আউট-পােসটের মধ্যে তিনশটি রয়েছে মুক্তি বাহিনীর দখলে।

শ্রীহট্টে সত্তরজন রাজাকারের আত্মসমর্পণ 

মুজিবনগর থেকে বিশ্বস্তসূত্রে পাওয়া খবরে জানা যায়, গত সপ্তাহে শ্রীহট্ট সেকটরে প্রায় ৭০ জন রাজাকার সমস্ত অস্ত্রশস্ত্র সমেত, মুক্তি ফৌজের কাছে আত্মসমর্পণ করেছে।প্রকাশ, ঐ রাজাকাররা মুক্তিফৌজকে জানিয়েছে যে, পাক কমান্ডাররা বাহিনীর নিয়মিত সৈন্যদের পিছনে রেখে মুক্তিফৌজ গেরিলাদের যুদ্ধে ব্যস্ত রাখার জন্য রাজাকারদের সামনে ঠেলে দিচ্ছেন। এদের কয়েকজন জানান তাঁদের পরিবারবর্গও পাক সেনাদের অত্যাচারের বলি হয়েছে। পি টি আই। ১২ আগস্ট ‘৭১

Reference:

১২ আগস্ট ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা