You dont have javascript enabled! Please enable it! 1971.04.07 | রাজনৈতিক আশ্রয়: আত্মসমর্পণ | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

রাজনৈতিক আশ্রয়: আত্মসমর্পণ

দিল্লীস্থ (ভারতে নিযুক্ত) পাক দূতাবাসের (পাক হাইকমিশনার অফিসের) দুইজন পদস্থ অফিসার ইসলামাবাদের সহিত সম্পর্ক ছেদ করিয়া বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিয়াছেন। তাহারা উভয়েই ভারত রাষ্ট্রের নিকট রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন: ভারত সরকার তাহাদিগকে আশ্রয় দান করিয়াছেন।
পাক জঙ্গি ফৌজ বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে মুক্তিযােদ্ধাদের সহিত সম্মুখ সমরে দাঁড়াইতেই পারিতেছে না। হয় প্রাণে মরিতেছে, না হয় পলায়ন করিতে যাইয়া অনেকে গ্রামে ঘরে ঢুকিয়া সাধারণ লােকের হাতে পাগলা কুকুরের ন্যায় নিহত হইতেছে। অনেকে সীমান্ত অতিক্রম করিয়া ভারতে প্রবেশ করিয়া আশ্রয় প্রার্থী হইতেছে। তাহাদিগকে জেল হাজতে রাখা হইতেছে। বেশির ভাগ পরাজিতরাই অস্ত্রশস্ত্রসহ মুক্তিফৌজের নিকট আত্মসমর্পণ করিতেছে বলিয়া সংবাদ পাওয়া যাইতেছে।

সূত্র: ত্রিপুরা
৭ এপ্রিল, ১৯৭১