You dont have javascript enabled! Please enable it!

শহীদ ডা. আজাহারুল হক

নামঃ ডা. আজাহারুল হক

                   Dr. Azharul Haque

                                                   -ডাক নামঃ খোকন

                   -পিতার নামঃ মো. জহুরুল হক

                   -পিতার পেশাঃ জেলার

                   -মাতার নামঃ ফাতেমা খাতুন

                   -ভাইবোনের সংখাঃ সাত ভাই ও চার বোন।

                   নিজক্রম-দশম

                   -ধর্মঃ ইসলাম

                   -স্থায়ী ঠিকানাঃ নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত

 

নিখোঁজ হওয়ার সময় ঠিকানাঃ ২২ ফ্রি স্কুল স্ট্রিট, হাকিম হাউস, ঢাকা

জন্মঃ ২ মার্চ, ১৯৪০, ঢাকা

শিক্ষাগত যোগ্যতাঃ

এলএমএফঃ প্রথম স্থান। ১৯৬৩ সাল, সিলেট মেডিকেল স্কুল, সিলেট

এমবিবিএসঃ অনার্স মার্কস। ১৯৬৮ সাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

শখঃ খেলাধুলা (ফুটবল খেলায় বহু কাপ, মেডেল ও শিল্ড বিজয়ী), সাহিত্য-সংস্কৃতি চর্চাঃ গান, অভিনয়

চাকরির বর্ণনাঃ

অ্যাসিস্ট্যান্ট সার্জনঃ সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ১৯৬৯ আমৃত্যু

হত্যাকারীর পরিচয়

নামঃ ডা. এহসানুল করিম, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

সংগঠনঃ ইসলামী ছাত্র সংঘ

নিহত/নিখোঁজ হওয়ার তারিখঃ ১৫ নভেম্বর, ১৯৭১

মরদেহ

প্রাপ্তি স্থানঃ নটরডেম কলেজের কালভার্টের নিচের ড্রেনে

প্ৰাপ্তি তারিখঃ ১৬ নভেম্বর, ১৯৭১

সন্ধানদানকারীর পরিচয়ঃ ডা. কামরুজ্জামান

কবরস্থানঃ আজিমপুর কবরস্থান

স্মৃতিফলক/স্মৃতিসৌধঃ বিএমএ কেন্দ্রীয় কার্যালয় ভবন, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ চিকিৎসক স্মৃতিফলকে নামাঙ্কিত আছে।

মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে সাহায্য/দান/পুরস্কারঃ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ২০০০ টাকা

স্ত্রীর নামঃ সৈয়দা সালমা হক

বিয়েঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭০

সন্তান-সন্ততিঃ এক পুত্র

আশরাফুল হক নিশানঃ এমকম; এমআইএটি, হেড অফ ফিনেন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, মতিঝিল বা/এ, ঢাকা

মুক্তিযুদ্ধে শহীদ নিকটাত্মীয়

লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন

(শহীদ ড. আজহারুল হকের খালু-শ্বশুর)

গোলাম হোসেন

(শহীদ ড. আজহারুল হকের ফুপা-শ্বশুর)

 

ত থ্য  প্র দা ন কা রী

সৈয়দ সালমা হক

শহীদ চিকিৎসকের স্ত্রী

৩৫৮, জাহানারা ইমাম সড়ক

(পুরাতন এলিফ্যান্ট রোড), ঢাকা

 

Reference:  মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ – বায়জীদ খুরশীদ রিয়াজ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!