You dont have javascript enabled! Please enable it!

ডা.অমূল্য চন্দ্র চক্রবর্তীর বাড়ি চট্টগ্রাম জেলাধীন বোয়ালখালী উপজেলায়। মুক্তিযুদ্ধে তিনি দুই পুত্রসন্তানসহ শহীদ হন। সরকারি চাকরি করতেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ডা. অমূল্য হাসপাতাল কোয়ার্টারে সপরিবারে বসবাস করতেন। তিনি ছিলেন ৭ ছেলে ও ৫ মেয়ে জনক।

১৯৭১ সালের জুন মাসের কোনো এক রাতে একদল পাকসেনা তাঁর সরকারি বাসভবনে হানা দেয়। ঘাতক দল কোনো রকম অভিযোগ ছাড়াই ডা. অমূল্য চন্দ্র চক্রবর্তীসহ তাঁর তিন ছেলে শ্যামল চক্রবর্তী, মৃদুল চক্রবর্তী ও বকুল চক্রবর্তীকে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথের ধুলদিয়া রেলসেতুতে অন্য বন্দির সাথে দুই ছেলেসহ তাকেও গুলি করে হত্যা করে। ঘাতক দল ডাক্তারের ধূত ৩ ছেলের মধ্যে বয়সস্বল্পতার কারণে একমাত্র বকুল চক্রবতীকে ছেড়ে দেয়।

 

(*জাহাঙ্গীর আলম জাহান সম্পাদিত রক্তে ভেজা কিশোরগঞ্জ থেকে সঙ্কলিত)

 

প্রাসঙ্গিক উল্লেখযোগ্য তথ্যসূত্রঃ

ক. মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক তালিকা; বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ)

   কাৰ্যালয় বিএমএ ভবনে (তোপখানা রোড, ঢাকা) শোভিত স্মৃতিফলকে উৎকীর্ণ।

   (পরিশিষ্ট দ্রষ্টব্য)

খ. শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ; সম্পাদনাঃ রশীদ হায়দার; প্রকাশনাঃ বাংলা একাডেমী;

   প্রকাশকালঃ অগ্রহায়ন ১৩৯২, ১৪ ডিসেম্বর ১৯৮৫; পৃ. ১০৭

গ. *রক্তে ভেজা কিশোরগঞ্জ; সম্পাদনাঃ জাহাঙ্গীর আলম জাহান; প্রকাশনাঃ দৃশ্যপট ’৭১,

   কিশোরগঞ্জ; প্রকাশকালঃ  ফেব্রুয়ারি ২০০১;  পৃ. ১৯১

Reference:  মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ – বায়জীদ খুরশীদ রিয়াজ

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!