You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
যুব ক্যাম্প নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান কতৃক পশ্চিম জোনের ক্যাম্পপ্রধান নিয়োগ বাংলাদেশ সরকার, যুব ক্যাম্প নিয়ন্ত্রন বোর্ড ২৮ জুলাই, ১৯৭১

 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিয়ন্ত্রণাধীন , যুব ক্যাম্পের

অনুক্রম সমূহ
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, জনাব এম. বখতিউল্লাহকে যুব-ক্যাম্প পশ্চিম সেক্টর জোন-১ এর পরিচালক নিযুক্ত করা হয়।
এই নির্দেশ ২৮ জুলাই, ১৯৭১ থেকে বলবৎ করা হবে। এই নিযুক্তি জনস্বার্থে তৈরী করা হয়।
তিনি তার অফিসের ঠিকানা সংক্রান্ত এবং অন্যান্য জরুরী নির্দেশনা যুব শিবির, সদর পরিচালক থেকে গ্রহণ করবেন।
– (মোঃ ইউসুফ আলী)
সভাপতি,
নিয়ন্ত্রণ বোর্ড, যুব ক্যাম্প
২৮/০৭/৭১
স্মারকলিপি, No. Est./BD/YC/5(22)

খণ্ড (copy) থেকেঃ-
(১) জনাব এম বখতিউল্লাহকে তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে যুবশিবির, পশ্চিম সেক্টর (জোন-১) এর পরিচালক নিযুক্ত করা হয়
(২) কমান্ডার ইন চিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(৩) বাংলাদেশ মিশনের প্রধান।
(৪) সম্পাদক/ অর্থ-বিভাগ / জাতীয় (home) বিভাগ / বৈদেশিক বিষয় / নিয়ন্ত্রণ বিভাগ, যুব ক্যাম্প / জি.এ. বিভাগ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(৫) প্রশাসক, পূর্ব জোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আগরতলা সরকার
(৬) বিশেষ দায়িত্বে নিয়োজিত কার্যালয়, প্রকৌশলী দপ্তর / গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ শাসন।
(৭) ত্রাণ কমিশনার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(৮) সাধারণ পরিচালক, স্বাস্থ্য সেবা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(৯)  সাধারণ সম্পাদক হতে রাষ্ট্রপতি / প্রধানমন্ত্রী / পররাষ্ট্রমন্ত্রী / স্বরাষ্ট্রমন্ত্রী / অর্থমন্ত্রী।
– (মোঃ ইউসুফ আলী)

সভাপতি,
নিয়ন্ত্রণ বোর্ড, যুব ক্যাম্প।
 
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!