You dont have javascript enabled! Please enable it! ননীগোপাল রায়বাড়ি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

ননীগোপাল রায়বাড়ি বধ্যভূমি

হবিগঞ্জের দক্ষিণ-পশ্চিমে লাখাই উপজেলা সদর থেকে তিন মাইলে দক্ষিণে কৃষ্ণপুর গ্রাম। একাত্তরের ২১ সেপ্টেম্বর পাকবাহিনী স্পিডবোট ও নৌকায় করে কৃষ্ণপুর গ্রামে আসে। তারা গ্রামটি চারদিক থেকে ঘেরাও করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। সমস্ত গ্রামে চলে মৃত্যু আর ধ্বংসের তাণ্ডব নৃত্য। এক পর্যায়ে পাকবাহিনী ননী গোপাল্রায়ের বাড়িতে এই গ্রামের ৩২ জন শক্ত সমর্থ লোককে জড়ো করে এবং তাঁদেরকে এখানে নির্যাতনের পর গুলি করে হত্যা করে। এই ঘটনায় প্রায় ২৮ জন শহীদ হন। তাঁদের কয়েকজনের নাম-ননী গোপাল চক্রবর্তী, সুকুমার সুত্রধর, রামা চরণ রায়, মহেন্দ্র রায়, জয়কুমার রায়, ক্ষিতীশ গোপ ও রেবতী মোহন রায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা তাজুল মোহাম্মদ, পৃ.-১৯৯-২০০)