নজিপুর বধ্যভূমি
একাত্তরের ১৬ অগাস্ট দালাল আবদুল কুদ্দুছ চৌধুরী, আবদুল মছব্বির চৌধুরী এবং ফজলুল হক মতওলীর তৎপরতায় পাকহানাদার বাহিনী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজিপুর গ্রামে প্রবেশ করে। পাকবাহিনী চারদিক থেকে গ্রামটি ঘেরাও করে গুলি শুরু করে। অনেকে নিহত হন। পুরো গ্রামে আগুন ধরিয়ে দিল হামলাকারীরা। এক পর্যায়ে পাকবাহিনীর অস্ত্রের মুখে অসংখ্য গ্রামবাসীকে ধরে বেঁধে লাইন করে দাঁড় করিয়ে গুলি করা হয়। এসময় কিছু লোক হাওরে ঝাপ দিয়ে প্রাণরক্ষা করে। সেদিন পাকবাহিনীর হাতে প্রায় ৫০ জন নিরীহ বাঙালি শহীদ হন। এঁদের মধ্যে কয়েকজনের নাম হলো- কমল চন্দ্র দাস, ষোড়শী ছায়া রানী দাস, বারীন্দ্র চন্দ্র দাস, সুনীতি বালা দাস, মীনা রানী দাস, ঝরনা রানী দাস, মাধুরী রানী দাস, সুবল চন্দ্র নদশূদ্র, প্রফুলময়ী দাস, গোসাইরাম নবশূদ্র, গবিন্দ চন্দ্র নবশূদ্র, বিদ্যাবন নবশূদ্র প্রমুখ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা – তাজুল মোহাম্মদ, পৃ.-১৮২-১৮৩)