You dont have javascript enabled! Please enable it! সুরমা চা বাগান বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সুরমা চা বাগান বধ্যভূমি

হবিগঞ্জের মাধবপুর থানায় সিলেট-ঢাকা মহাসড়কের ডান পাশে অবস্থিত সুরমা চা বাগান। একাত্তরের এপ্রিলে পাকবাহিনী এই চা বাগানে প্রবেশ করে শুরু করে হত্যাযজ্ঞ। তারা চা বাগানের অসংখ্য শ্রমিকের ওপর অমানুবিক নির্যাতন করে হত্যা করে। যুদ্ধকালে এই চা বাগানে আয়ছর আলী, আব্দুল আজিজ, নাজিম উদ্দিন, প্রেমসিং মাকি মুন্ডা, চান্দা মুন্ডা, চুনু সাওতালসহ অসংখ্য বাঙালিকে হত্যা করেছে পাকহানাদার বাহিনী। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা তাজুল মোহাম্মদ, পৃ.-১৯৮-১৯৯)