বাহুবলের ফয়েজাবাদ হিল বধ্যভূমি
বাহুবল উপজেলার ফয়েজাবাদ হিলে বধ্যভূমি রয়েছে। ১৯৭১ সালে পাক হানাদার প্রায় দেড়শ’ মুক্তিযোদ্ধাকে এখানে নির্মমভাবে হত্যা করে। পাক হানাদার ও তার দোসররা সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, মাধবপুর থেকে মুক্তিবাহিনী ও নিরীহ লোকদের ধরে এনে হত্যা করতো এ বধ্যভূমিতে। ফয়েজাবাদ হিলের নির্জন পাহাড়ি এলাকায় হত্যাযজ্ঞের স্থান হিসেবে বেছে নেয়। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ফয়েজাবাদ হিলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। হবিগঞ্জ থেকে মৌলভীবাজার যাবার পথে বধ্যভূমির ফলকটি সবার চোখে পড়বে।