পিটিআই বধ্যভূমি
মুক্তিযুদ্ধের সময় পিটিআই ভবন থেকে সুনামগঞ্জের ১১ উপজেলার পাক বাহিনীর তাণ্ডব নিয়ন্ত্রিত হত। এখানেই তাঁদের প্রধান আস্তানা ছিল। এদেশীয় দালালদের সহায়তায় মা, বোনদের সম্ভ্রমহানী, গণহত্যাসহ সব কার্যক্রম চালাতো তারা। নিরীহ বাঙালিদের হত্যা করে ড্রামের মধ্যে ঢুকিয়ে পিটিআই খালে ফেলে দিতো তারা। তবে কত জনকে এখানে হত্যা করা হয়েছে তার হিসেব পাওয়া যায়নি। পাক হানাদাররা পিটিআই ছেড়ে যাওয়ার সেখানে অনেক মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়। ১৯৯২ সালে জেলা প্রশাসন বধ্যভূমিটিতে স্মৃতিফলক নির্মাণ করে।