গাজীপুরের সাগরদিঘী বধ্যভূমি
পাকিস্তানি সেনারা ২ মে চুনারুঘাট থানার সীমান্ত ইউনিয়ন গাজিপুরে হানা দেয়। গাজীপুরের সাগরদিঘীর পাড়কে পাক সেনারা বধ্যভূমিতে পরিণত করে। সাগর দিঘীর পাড়ের সেই গর্ত এখন বিলীন হয়ে গেছে।
আহমদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের ধরমনাথ লেনে ১৫/২০ জনকে হত্যা করে একটি পানির কূপে ফেলে দেয়। যা আজও সেই অবস্থায় রয়েছে। স্থানটিতে এখনও বধ্যভূমি বা শহীদদের স্মরণে কোন স্মৃতিফলক নির্মিত হয়নি।
চুনারুহাট থানার পাইকপাড়া ইউপির ফুলপুর গ্রাম। পাক হায়েনারা অতর্কিত গ্রামে চড়াও হয়। একই পরিবারের পিতা-পুত্রসহ ৮ জনকে ধরে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের পুবপাশের শ্মশানে নিয়ে তাঁদেরকে হত্যা করে। পরে শানখলা ইউপির লালচান্দ চা বাগানে চালায় গণহত্যা। বিক্ষিপ্তভাবে হত্যাকাণ্ডের পর স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদদের স্বজন পরিজন এঁদের মরদেহ জড়ো করে লালচান্দ চা বাগানে ওরা এগার জন নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।