You dont have javascript enabled! Please enable it!

ছাতক শিখাসতের বধ্যভূমি

স্থানীয় রাজাকারদের সহায়তায় মুক্তিযুদ্ধ চলাকালীন অগাস্টের মাঝামাঝি ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুরের লালপুরে ১৭ যুবককে জীবন্ত কবর দেয় পাকবাহিনী। জীবন্ত কবর দেওয়া এই ১৭ মুক্তিযোদ্ধার পরিচয় পাওয়া যায়নি। ১৯৭২ সালের ১২ মার্চ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী এ গণকবর খনন করিয়ে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেন। পরে আবার খুলিগুলো পুনারায় সমাহিত করান এবং সরকারি সহায়তায় স্মৃতিফলক শিখাসতের এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। (তথ্যসূত্র: ছাতকের সাংবাদিক শাহ আক্তারুজ্জামান)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!