রানিগঞ্জ বাজার বধ্যভূমি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা সদর থেকে পাঁচ মাইল দূরে রানিগঞ্জ বাজার অবস্থিত। একাত্তরের ১ সেপ্টেম্বর এগারোটায় পাকহানাদার বাহিনীর আগমন ঘটে রানিগঞ্জ বাজারে। পাকসেনারা এই বাজার ঘিরে ফেলে এবং বাজারের দুইশ’র বেশি লোককে বেঁধে এক লাইনে দাঁড় করায়। তারপর গর্জে ওঠে পাকসেনাদের হাতের রাইফেলগুলো, মুহূর্তেই সব স্তব্ধ হয়ে যায়। এই হত্যাকান্ডে সেদিন যারা শহীদ হয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজন হলেন – তছর উদ্দিন, সোনাহর আলী, আলতা মিয়া, মদরিছ উল্লা, ধন মিয়া, মিছির আলী, আব্দুল হেকিম, আপিল মাহমুদ, আছাল মিয়া, ছয়েব উদ্দিন, আতাউর রহমান, বোরহান উদ্দিন প্রমুখ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩২; সিলেটে গণহত্যা – তাজুল মোহাম্মদ, পৃ.-১০৮-১১১)