You dont have javascript enabled! Please enable it! উল্লাপাড়া সিংহগাতি গণকবর - সংগ্রামের নোটবুক

উল্লাপাড়া সিংহগাতি গণকবর

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার সিংহগাতি গ্রামের কবরস্থানে একটি স্থানে গর্ত করে ২৪ জনকে এক সঙ্গে পুতে রাখে পাক সেনারা। সিংহগাতি-৮ নং ওয়ার্ডের হাজী ওসমান মণ্ডলের ছেলে হাজী আব্দুস সামাদ মণ্ডল (৭৫) বলেন, “সিংহগাতি গ্রামের পাশে সিএনবি ও এলজিইডি’র গোডাউনের ভিতর পাকসেনার ক্যাম্প করেছিল। ১৯৭১ সালের ১১ নভেম্বর দুপুরে বড় ভাই মোকছেদ মন্ডল ও আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় পাকসেনারা। তাঁদের হুকুমে সিংহগাতি গ্রামের কবরস্থানের দক্ষিণ অংশে এক মানুষ পরিমাণ গভীর গর্ত করি। পাকসেনারা ট্রাক ভর্তি করে ২৪টি লাশ এনে সেখানে গণকবর দেয়। এসময় পাকসেনারা বলাবলি করছিল লাশগুলো তারা নওগাঁ যুদ্ধক্ষেত্র থেকে এনেছে”।