পুরাতন জেলখানা ঘাট বধ্যভূমি
যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পাকসেনারা নদীতে ও পুরাতন কারাগার ঘাট (জেলখানা ঘাট) এলাকায় কয়েকটি ক্যাম্প করে। বিভিন্ন স্থান থেকে অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে এখানে ধরে এনে গুলিও জবাই করে হত্যা করে লাশগুলো মাটিতে পুঁতে রাখে।
বিভিন্ন স্থানে হত্যা করার পর পুরাতন জেলখানার ঘাট, মতি সাহেবের লঞ্চ ঘাট ও রানীগ্রাম রেলওয়ে ঘাটে ট্রেনের বগি বোঝাই করে এনে লাশ ফেলেছে পাকসেনারা। এছাড়াও নৌকা নিয়ে যাবার পথে অসংখ্য মানুষকে এ সকল ক্যাম্পের পাকসেনারা গুলি করে নৌকাসহ নদীতে ডুবিয়ে দিয়েছে। তবে যমুনা নদীর ভাঙনের কারণে প্রত্যেকটি জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব তথ্য জানান সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার গাজী সোহরাব আলী সরকার (সিএনসি)