গোয়াইন নদী বধ্যভূমি
সিলেট শহর থেকে সারিঘাট হয়ে ৩২ মাইল দূরত্বে গোয়াইনঘাট উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে গোয়াইন নদী। যুদ্ধকালে পাকবাহিনী গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে ক্যাম্প ও বধ্যভূমি গড়ে তুলেছিল। এর মধ্যে গোয়াইন নদীর তীর ছিল তাঁদের অন্যতম বধ্যভূমি। এই বধ্যভূমিতে প্রাণ দিতে হয়েছিল অসংখ্য বাঙালিকে। একাত্তরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানি সেনারা অজ্ঞাত পরিচয় ৭ জনকে ধরে এনে গোয়াইন নদীর তীরের নির্দিষ্ট বধ্যভূমিতে। এখানে তারা এই ৭ জনকে কাতারে দাঁড় করানর পর গুলি করে হত্যা করে এবং পরে তারা শহীদদের মৃতদেহগুলো নদীর তীরে মাটিচাপা দেয়। এছাড়া পাকবাহিনী একাত্তরের যুদ্ধকালীন বিভিন্ন সময়ে অন্যান্য স্থান থেকে প্রায় ৫০ জনেরও বেশি মানুষকে ধরে এনে এই বধ্যভূমিতে হত্যা করেছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা – তাজুল মোহাম্মদ, পৃ.-৮৯-৯১)