You dont have javascript enabled! Please enable it!

শিয়ালকোল মুছিবাড়ি বধ্যভূমি

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল মুছিবাড়ির পুবপাশে (বর্তমান সিরাজগঞ্জ –নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দান দিকে) পাকসেনারা হিন্দু সম্প্রদায়ের ৭ জনকে গুলি করে হত্যা করে। এঁদের মধ্যে শিয়ালকোল গ্রামের ফনি দাস, শিবচরন দাস, প্রেম দাস ও হুটু দাসের নাম জানা গেলেও অপর ৩ জনের নাম পাওয়া যায়নি।

১৯৭১ সালের মার্চ মাসের শেষের দিকে পাকসেনার পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার পাইকুশা বাজারে রাজাকারদের নিয়ে বৈঠক করেন। পাকসেনারা দুপুরে গ্রামে ঢুকে বিভিন্ন বাড়ি থেকে ওই ৭ জনকে পিঠমোড়া করে বেঁধে এনে মুছিবাড়ির সামনে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এ তথ্য জানান, গাজী মো. আব্দুল মমিন মন্ডল (৭০)।