You dont have javascript enabled! Please enable it! শিয়ালকোল মুছিবাড়ি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

শিয়ালকোল মুছিবাড়ি বধ্যভূমি

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল মুছিবাড়ির পুবপাশে (বর্তমান সিরাজগঞ্জ –নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দান দিকে) পাকসেনারা হিন্দু সম্প্রদায়ের ৭ জনকে গুলি করে হত্যা করে। এঁদের মধ্যে শিয়ালকোল গ্রামের ফনি দাস, শিবচরন দাস, প্রেম দাস ও হুটু দাসের নাম জানা গেলেও অপর ৩ জনের নাম পাওয়া যায়নি।

১৯৭১ সালের মার্চ মাসের শেষের দিকে পাকসেনার পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার পাইকুশা বাজারে রাজাকারদের নিয়ে বৈঠক করেন। পাকসেনারা দুপুরে গ্রামে ঢুকে বিভিন্ন বাড়ি থেকে ওই ৭ জনকে পিঠমোড়া করে বেঁধে এনে মুছিবাড়ির সামনে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এ তথ্য জানান, গাজী মো. আব্দুল মমিন মন্ডল (৭০)।