মছকন্দের খাল বধ্যভূমি
পাক হানাদার বাহিনী সিলেট জেলার জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন পরিত্যক্ত বাড়িতে তাঁদের ঘাঁটি স্থাপন করে। এসময় পাকবাহিনী মছকন্দের খাল পাড়কে বধ্যভূমি পরিণত করে। একাত্তরের ১৯ এপ্রিল থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষকে এখানে পাকসেনা ও রাজাকাররা হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা – তাজুল মোহাম্মদ, পৃ.-৭৬-৭৭)