টুলটিকর বধ্যভূমি
তৎকালীন সিলেট পৌরসভার পুব ও উত্তর প্রান্ত ঘেঁষে টুলটিকর ইউনিয়ন, যা বর্তমানে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। যুদ্ধকালে পাকহানাদার বাহিনী টুলটিকর ইউনিয়নে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাতে নিহত হয়েছে অসংখ্য বাঙালি। এই ইউনিয়নে পাকসেনাদের হাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে শহীদ হয়- শাপলা বাগের তিনজন, আরামবাগের আত্তর আলী ও মনির উদ্দিন নামের দু’জন, এম. সি. কলেজের ছাত্র শ্রীকান্ত, শিবগঞ্জ দাসপাড়ার রাধাগোবিন্দ দাস ও তার পুত্র মানিক দাস, ভাটপাড়ায় লায়েক মিয়া, মুখিরপাড়ার ছালিক, আম্বরখানার গিয়াস উদ্দিন জায়গির, মিরাপাড়ার পিরানী বিবি, ফুল বিবি, মেছু মিয়া ও ফিরোজ আলী, মমিরপাড়ার আব্দুর রউফ প্রমুখ। এছাড়া পাকিস্তানি বাহিনী টুলটিকর ইউনিয়নে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যন্ত অন্তত আরো ৫০ জনকে হত্যা করেছে বলে জানা যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা – তাজুল মোহাম্মদ, পৃ.-০৮-১০)