You dont have javascript enabled! Please enable it!

সাদিপুর বধ্যভূমি

একাত্তরের ৮ এপ্রিল সিলেটের সাদিপুরে প্রবেশ করে পাকবাহিনী নির্বিচারে মানুষজন হত্যা করতে থাকে। এ স্ময় মাসুক আহমদ নামের এক যুবককে তারা গুলি করে হত্যা করে। পাকবাহিনী এক সময় রাজপথ ছেড়ে গ্রামে প্রবেশ করে এবং যেখানে যাকে পায় তাঁকেই সাদিপুর ফেরিঘাটে ধরে নিয়ে যায়। তারপর দড়ি দিয়ে বেঁধে তাঁদেরকে একটি সারিতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে তারা। এই ঘটনায় আলী বকস, বেটু মিয়া, টেনাই মিয়া, তরণী চন্দ্র বৈদ্য, খয়ের উদ্দিন চৌকিদার ও লদইসহ আরো অনেকে শহীদ হন। এরপর পাকবাহিনী সাদিপুর গ্রামে হামলা চালালে নিরস্ত্র অসহায় গ্রামবাসী পালিয়ে যেতে শুরু করে, এই পলায়নপর অবস্থায়ই তারা গুলি করে হত্যা করে কয়েকজনকে। তারা হলেন-টেনাই উল্লাহ, সুলতান উল্লাহ, সাধু মিয়া, সৈয়দ আনসার আলী, করম উল্লাহ প্রমুখ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা তাজুল মোহাম্মদ, পৃ.-৫০-৫১)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!