হরিকোনা বধ্যভূমি
সিলেটের হরিকোনায় ছিল বধ্যভূমি। এখানে বহু বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছে পাকবাহিনী। তারা এই হত্যাকাণ্ডের পর এসব বাঙালির লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে রাখতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১১৭, ৩৮৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪২৯, ৬৮১; দৈনিক পূর্বদেশ, ৩০ জানুয়ারি ১৯৭২)