You dont have javascript enabled! Please enable it! হরিকোনা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

হরিকোনা বধ্যভূমি

সিলেটের হরিকোনায় ছিল বধ্যভূমি। এখানে বহু বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছে পাকবাহিনী। তারা এই হত্যাকাণ্ডের পর এসব বাঙালির লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে রাখতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১১৭, ৩৮৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪২৯, ৬৮১; দৈনিক পূর্বদেশ, ৩০ জানুয়ারি ১৯৭২)