You dont have javascript enabled! Please enable it! চিকনাগুল - সংগ্রামের নোটবুক

চিকনাগুল

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় ৭১ সালের ডিসেম্বরে ঐ এলাকার মুক্তিযোদ্ধা ক্যাম্প ঘেরাও করে পাক হানাদার বাহিনী। এ সময় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়। তৎকালীন ইপিআর সদস্য হাবিলদার গোলাম রসুল, আব্দুর রব ও আব্দুল মালেকরা যুদ্ধ করে তাঁদের সঙ্গী মুক্তিযোদ্ধাসহ প্রায় দুই শতাধিক মানুষকে পাক বাহিনীর হাত থেকে রক্ষা করলেও তারা শহীদ হন।

জৈন্তাপুর উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর জানান, পাক বাহিনীর গুলিতে ওই তিন মুক্তিযোদ্ধা যুদ্ধ স্থলেই মারা যান। পরে কাহাইগড় এলাকাবাসী এই তিন শহীদের স্মরণে ওই স্থানে একটি স্মৃতিফলক নির্মাণ করে।