You dont have javascript enabled! Please enable it! কাঁঠাল তলা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

কাঁঠাল তলা বধ্যভূমি

সিলেটের বিয়ানীবাজার ডাকবাংলোর রান্নাঘরকে ব্যবহার করা হতো নির্যাতন কেন্দ্র হিসেবে। এখানেই ধুকে ধুকে মৃত্যুকে আলিঙ্গণ করেছেন অসংখ্য মানুষ। এর অদূরে টিলা সংলগ্ন কাঁঠাল গাছের তলাকে পরিণত করা হয় বধ্যভূমি হিসাবে।

স্বাধীনতার পর এখান থেকে শতাধিক কঙ্কাল উদ্ধার করা হয় বলে জানান মুক্তিযোদ্ধা আবদুল মালীক ফারুক। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতাউল গণি ওসমানি এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

বিভিন্ন স্থান থেকে মুক্তিকামী মানুষদের ধরে এনে এখানে হত্যা করা হয়। পরবর্তীতে স্থানটিতে কোনো সৌধ নির্মাণ না করে নির্মাণ করা হয়েছিল ভবন আর শৌচাগার। পরবর্তীতে ১৯৯৩ সালে তৎকালীন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাঁঠাল তলায় একটি স্মৃতিফলক নির্মাণ করেন। পরে শহীদ টিলায় কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

এছাড়া রাধু টিলা, শহীদ টিলা,সারপার বধ্যভূমি, চারখাই ও মুড়িয়া, দুবাগ, শেওলা, সুপাতলা, কুড়ারবাজার, লাউতা, মাথিউরা, আলীনগর, এলাকায় পাক বাহিনী গণ হত্যা চালায়।