ইলাশকান্দি
১৯৭১ সালের ৮ এপ্রিল সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের অনতিদূরে ইলাশকান্দি এলাকায় পাকবাহিনী প্রবেশ করে। পূর্বেই এ এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যান অনেকে। যারা যাননি তাঁদের ধরে নিয়ে যায় পাক সেনারা। এক কাতারে দাঁড় করিয়ে হত্যা করা হয় ১৮ জনকে। ইলাশকান্দি বধ্যভূমিতে ১৮ জন শহীদের লাশ গলে দীর্ঘদিন দুর্গন্ধ ছড়িয়েছিল। কেউ এই বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরির উদ্যোগ নেয়নি। এই বধ্যভূমিতে এখন তৈরি হয়েছে আবাসিক স্থাপনা।