সিভিল সার্জনের বাংলো বধ্যভূমি
সিলেট শহরের ছিল বধ্যভুমি-কসাইখানা। শহরে অবস্থিত সিভিল সার্জনের বাংলো ব্যবহার করা হতো বধ্যভূমি হিসেবে। এই বাংলোতে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। টিলার উপর অবস্থিত এই বাংলো এলাকায় বাঙালিদের হত্যা করে মাতিতে পুঁতে রাখা হতো। আবার অনেকের লাশ ফেলে রাখা হতো উন্মুক্ত স্থানে। ৭১-এ মৃত মানুষের গন্ধে ঐ এলাকা দিয়ে যাতায়াত করা যেত না।