You dont have javascript enabled! Please enable it!

সিলেট হাসপাতাল

১৯৭১ সালের ৯ এপ্রিল। সিলেট শহরে তখন ১৪৪ ধারা। ভোর ৪টা থেকে সিলেটে শুরু হয় তীব্র যুদ্ধ। সমগ্র শহরজুড়ে চললো বিমান হামলা। হামলায় আহতরা আশ্রয় নেয় হাসপাতালে। এদের চিকিৎসা করেছেন ডা. শ্যামলকান্তি লালসহ অন্য কর্মচারীরা। বেলা ১১টার দিকে হাসপাতালের চারপাশ ঘেরাও করে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা। পরে ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামলকান্তী লালা, গাড়ি চালক কোরবান আলী, ওয়ার্ডবয় মখলেছুর রহমান, মাহমুদুর রহমান ও আরো ৭ জন রোগীকে ধরে নিয়ে যায় হাসপাতালের দক্ষিণ০পূর্ব কোণে। সেখানে নিয়েই তাঁদের গুলি করে হত্যা করা হয়। ডান হাতে গুলি লাগার পরও বেঁচে যান ওয়ার্ডবয় মখলেছুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ শহীদদের কবরস্থানে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!