স্টার চা বাগানে গণহত্যা
সিলেট শহর সংলগ্ন স্টার চা বাগানের মালিক ছিলেন রাজেন্দ্র লাল গুপ্ত। ৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানি সেনারা এ বাগানে প্রবেশ করে। তারা গুলি করে হত্যা করে রাজেন্দ্র লাল গুপ্তের পরিবারের সদস্য, বাগানের শমিকসহ ৩৮ জনকে। সেদিন বেঁচে যান রাজেন্দ্র লাল গুপ্তের শিশুপুত্র পঙ্কজ। কিন্তু বেঁচে থাকলেও যুদ্ধকালীন ৯ মাস সময় তাকে দুর্বিসহ জীবন যাপন করতে হয়।
এই ৩৮ জন শহীদের স্মৃতি রক্ষার্থে স্বাধীনতার পর বাগান কতৃপক্ষ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ‘স্টার চা বাগান স্মৃতিস্তম্ভ’।