You dont have javascript enabled! Please enable it! ঝাউডাঙ্গা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

ঝাউডাঙ্গা বধ্যভূমি

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গায় স্বাধীনতা লাভের কয়েকদিন আগে ভারতে যাওয়ার সময় শত শত বাঙালি নারী, পুরুষ, ও শিশু শরনার্থীকে গুলি করে হত্যা করা হয়। পরে লাশগুলো গোবিন্দকাটি খালপাড় ও রূপালী ব্যাংকের পিছনে গণকবর দেওয়া হয়। এসব গণকবর গুলোরও আলাদা করে চিহ্নিত করা নেই।