You dont have javascript enabled! Please enable it!

দোসররা স্কুল বধ্যভূমি

১৯৭১ সালের ২০ এপ্রিল দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৪/৫শ’ নির্যাতিত মুক্তিকামী মানুষ ভারতে যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা এসে হাইস্কুলে আশ্রয় নেয়। পরদিন সন্ধ্যায় পাক হানাদার বাহিনী ও তাঁদের দোসররা স্কুলের পিছনে দীনেশ কর্মকারের বাড়িতে গিয়ে মুক্তিকামীদের নৃশংসভাবে হত্যা করে। এখন আর ঐ স্থানে বধ্যভূমির চিহ্ন নেই। দীনেশ কর্মকার তার পৈত্রিক জমি বিক্রি করে ভারতে চলে গেছেন। বর্তমানে সরকারী বালক বিদ্যালয়ের পিছনের ছোট একটি ডোবা দেখিয়ে স্থানীয় লোকজন গণকবর ও বধ্যভূমির কথা শুঞ্ছেন বলে চিহ্নিত করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!