You dont have javascript enabled! Please enable it! সুরেন্দ্র মোহন সাহার বাসভবন বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সুরেন্দ্র মোহন সাহার বাসভবন বধ্যভূমি

’৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান তৎকালীন ছাত্র সংঘের নেতা মুহাম্মদ কামারুজ্জামান শেরপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার বাসভবনকে আলবদর ক্যাম্প বানিয়ে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করত।

অসংখ্য মানুষকে এখানে ধরে এনে নির্যাতন করা হতো এবং নাম না জানা অনেককেই এ বাড়িতে হত্যা করেছে আলবদর বাহিনী। সেই সঙ্গে নির্যাতন শেষে মৃগী নদীর ওপর শেরী ব্রিজে নিয়ে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে। হত্যা শেষে লাশগুলো মৃগী নদীর পানিতে ফেলে দেওয়া হতো।

নরঘাতক আলবদর, রাজাকার ও পাক হানাদার বাহিনীর নির্যাতনের এখনও সাক্ষ্য বহন করেছে সুরেন্দ্র মোহন সাহার বাড়ি ও পুরনো শেরী ব্রিজের অংশ বিশেষ।