You dont have javascript enabled! Please enable it! সোহাগপুর গ্রাম বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সোহাগপুর গ্রাম বধ্যভূমি

৭১’র ২৫ জুলাই নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় পাক হানাদার বাহিনী হামলা চালিয়ে ১৮৭ জন মানুষকে গুলি করে হত্যা করে। এ হত্যাযজ্ঞ চালানোর ফলে সদ্য বিবাহিত নারী ছাড়াও অনেক নারী তাঁদের স্বামীকে হারিয়ে বিধবা হন। সেই থেকে সোহাগপুরের নাম মুছে গিয়ে সেই এলাকার নাম হয়েছে বিধবা পল্লী। গত তত্ত্ববধায়ক সরকারের আমলে সেনা বাহিনী কয়েকটি গণকবর সনাক্ত করে সেখানে স্মৃতিফলক নির্মাণ করে।