You dont have javascript enabled! Please enable it! সূর্যদী গ্রামের বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সূর্যদী গ্রামের বধ্যভূমি

একাত্তরের ২৪ নভেম্বর শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে পাক হানাদারদের বর্বরোচিত হামলায় একজন মুক্তিযোদ্ধাসহ ৫৩ জন বাঙালি শহীদ হন। গ্রামের শতাধিক ঘরবাড়ি গান পাউডার ছিটিইয়ে পুড়িয়ে দেওয়া হয়। ৪১ বছর পর পাক হানাদারদের সেই বর্বরতার স্মৃতি গ্রামবাসীদের মনে জ্বলজ্বল করছে। এ বর্বরোচিত ঘটনার শিকার শহীদ পরিবারের সদস্যরা সেদিনের ঘটনার সঙ্গে জড়িত দালাল ও আলবদর বাহিনীর সদস্যদের বিচার দাবি করেছেন।