You dont have javascript enabled! Please enable it!

মহিষার গ্রামের দীঘির পাড়ে গণকবর

১৯৭১ সালে যুদ্ধকালীন ভেদরগঞ্জ থানার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান রাঢ়ি জানান, ১৯৭১ সালের ১৫ অক্টোবর তৎকালীন ফরিদপুর জেলার ডামুড্যা থানার খেজুরতলা নামক স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদার বাহিনীর যুদ্ধ হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুল গ্রুপের ৯ জনসহ মোট ১১ জন (বিশ্ববিদ্যালয়ের ছাত্র) মুক্তিযোদ্ধা শহীদ হন।

পাক হানাদার বাহিনী ঘটনাস্থল ত্যাগ করার পর মুক্তিযোদ্ধারা বাংকার থেকে শহীদদের লাশ উদ্ধার করে টাবুড়িয়া নৌকায় করে লাশ দাফনের জন্য অজানার উদ্দেশ্যে রওনা হয়। সারারাত নৌকা করে লাশ বহন করে ১৬ অক্টোবর ভোরে ভেদরগঞ্জ উপজেলার সাজানপুর বাজারে পৌছান তারা। পুনরায় লাশ নিয়ে দাফনের জন্য ভেদরগঞ্জ থানার মহিষার গ্রামে তারা রওয়ানা হয়। অত্যন্ত গোপনে মহিষার বড় দীঘির পশ্চিম পাড়ে নৌকা থেকে লাশ নামিয়ে সেখান গোসল করিয়ে মহিষার গ্রামের হানিফ হাওলাদারের বাড়ির উত্তর পাশে ৮ মুক্তিযোদ্ধার লাশ গণকবর দেওয়া হয়। এঁদের ২জন শহীদুল্লা সরদার ও আহসানের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা সদরে। অন্যদের বাড়ি বর্তমান গোপালগঞ্জ জেলায়। ১৯৯৯ সালে এ গণকবরটিকে পাকা করা হয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!