You dont have javascript enabled! Please enable it!

পালং এ মধ্যপাড়া বধ্যভূমি

যুদ্ধকালীন পালং থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আবুল কাসেম মৃধা ও মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সিকদার জানান, ১৯৭১ সালের ২২ মে তৎকালীন মাদারিপুর মহকুমা শহরের সেনা ক্যাম্প থেকে পাক হানাদার বাহিনী এসে রাজাকারদের সহযোগিতায় নীলকান্দি, কাশাভোগ, রুদ্রকর, হিন্দু অধ্যুষিত এলাকায় অত্যাচার চালিয়ে বাড়ি-ঘর, দোকান-পাট লুটতরাজ, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ করে এবং নির্বিচারে গুলি করে ৩ শতাধিক নারী-পুরুষকে হত্যা করে। পরে এসব লাশ উদ্ধার করে মনোহর বাজারের আশে পাশে গণকবরের মত গর্ত করে মাটিতে চাপা দেওয়া হয়।

২০১১তে শরীয়তপুর পৌরসভা মনোহর বাজারের পুব পাশে মধ্যপাড়া স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। এখানে ৭৫ জন শহীদদের নাম ফলকে লেখা রয়েছে।

এছাড়াও, ১৯৭১ সালের ২১ সেপ্টেম্বর পালং থানা অপারেশনকালে ২ জন মুক্তিযোদ্ধা এ থানার খেলসী গ্রামের আবু তাহের খলিফা ও নড়িয়া থানার শালধ গ্রামের আবদুল মান্নান শহীদ হন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!