রেলস্টেশন রিকশা স্ট্যান্ড বধ্যভূমি
রেলস্টেশনের পশ্চিমে ওভারব্রিজের নিচে শান বাধানো রিকশা স্ট্যান্ড ছিল লালমনিরহাট শহরের প্রধান বধ্যভূমি। এখানে বহু লোককে হত্যা করা হয়। ডিভিশনাল অফিসের দক্ষিণে একটি জলাভূমিতে ফেলে দেওয়া হয় অসংখ্য লাশ। গুলিতে আহত রেলকর্মী আবুল মনসুর আহমদ সেখানে কমপক্ষে আড়াইশ’ মানুষের লাশ দেখেছেন।
এখানে শহীদ যাদের নাম জানা গেছে সে সব মুক্তিযোদ্ধার নাম সম্বলিত একটি মিনার তৈরি করা হয়েছে এখানে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪১২; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৫৯; দৈনিক বাংলা, ২২ জানুয়ারি ১৯৭২)