বিডিআর লাইন বধ্যভূমি
লালমনিরহাটের আদিতমারীর স্বর্ণামতি সেতুর (ব্রিজ) পাশে বিডিআর লাইনের সামান্য দূরে রয়েছে একটি বড় গণকবর। এখানে পাক সেনারা একদিনে ৩২ জন সাধারণ বাঙালিকে হত্যা করে ফেলে রাখে। পরে তাঁদের কবর দেয়া হয়। এটিরও কোনো সংস্কার করা হয়নি। তথ্যটি বিভিন্ন সূত্রে পাওয়া যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪১২; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৪১; দৈনিক বাংলা, ২২ জানুয়ারি ১৯৭২)