কালীগঞ্জ বধ্যভূমি
স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী শতাধিক বাঙালিকে বিভিন্ন স্থান থেকে ধরে এনে কালীগঞ্জ উপজেলার ভটমারী বধ্যভূমিতে হত্যা করে। এটি এ অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি। এছাড়া কেইউপি ডিগ্রী কলেজের পাশে রয়েছে কালীগঞ্জ উপজেলার বড় গণকবর। বর্তমানে কেইউপি কলেজের পাশের গণকবরটির কোন চিহ্ন নেই। নির্মিত বাড়িঘরে ভোরে গেছে এলাকাটি।