রহমতখালী নদী বধ্যভূমি
১৯৭১ সালের মে মাসে পাকিস্তানি বাহিনীকে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বৃহত্তর নোয়াখালী চৌমুহানি-লক্ষ্মীপুর সড়কের মাদা ঘাট এলাকার (বর্তমান সার্কটি হাউজ সংলগ্ন রায়পুর-ঢাকা মহাসড়ক) সেতুটি মুক্তি বাহিনী গ্রেনেড দিয়ে উঠিয়ে দেয়। এর কাছেই পাকবাহিনী একটি বেইলি ব্রিজ নির্মাণ করে। রাজাকার আলবদরদের সহায়তায় পাক বাহিনী অসংখ্য নারী পুরুষকে ধরে এনে এই সেতুর পাশে হত্যা করে রহমতখালী নদীতে লাশ ভাসিয়ে দিতো। এছাড়া ওই এলাকার মাটির গর্তে ২ শতাধিক শহীদের লাশ পুঁতে রাখে। ২০১১ সালে স্থানটি প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে।