বোয়ালদিয়া থানা সংলগ্ন বধ্যভূমি
রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে রয়েছে একটি বধ্যভূমি। এই বধ্যভূমি পাকবাহিনীর প্রত্যক্ষ সহযোগী আলবদর-রাজাকারদের সৃষ্টি। বোয়ালদিয়া থানার ২৫ গজ পূর্বে ঠিকাদার মুসলিম শাহের দ্বিতল বাড়ির পিছনে অবস্থিত এই বধ্যভূমি। মুক্তিযুদ্ধের নয় মাসে রাজশাহী ও তার আশেপাশের এলাকা থেকে অসংখ্য নারী-পুরুষকে আলবদররা ধরে এনে নির্যাতন চালায় এবং এই এখানে দেয়াল ঘেরা জঙ্গলে হত্যা করে মাটিচাপা দেয়। বিজয়ের পর ডিসেম্বর তৃতীয় সপ্তাহে এই বধ্যভূমি থেকে উদ্ধার করা হয় কয়েকশ’ নারী পুরুষের হাড় কঙ্কাল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৩; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪১)