বোয়ালদিয়া বধ্যভূমি
রাজশাহীর বোয়ালদিয়া ছিল একটি বধ্যভূমি। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি ঢাকাস্থ সিআইডি ইন্সপেক্টর অব পুলিশ আবুল হোসেনের নেতৃত্বে এই বধ্যভূমিটি আবিষ্কৃত হয়। এই বধ্যভূমিটি অনুসন্ধানের পর এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শওকত রেজার লাশসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আরও ৫ জন ছাত্রের লাশ উদ্ধার করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৭০-৭১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৩; দৈনিক বাংলা, ১২ জানুয়ারি ১৯৭২; দৈনিক পূর্বদেশ, ২০ জানুয়ারি ১৯৭২)