গগনবাড়িয়া গণকবর
রাজশাহীর গগনবাড়িয়া গ্রামের গণকবর ও বধ্যভূমিটি ব্যাপক এলাকা জুড়ে বিস্তৃত। একজন প্রত্যক্ষদর্শী জানান, রমজানের প্রথম সপ্তাহের এক রাতে গগনবাড়িয়ার প্রায় ৫শ’ অধিবাসীকে ধরে এনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে পাক হানাদার বাহিনী। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৬০-৬১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৩; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৬৬; দৈনিক বাংলা, ২২ মে ১৯৭২)