রামদিয়া বধ্যভূমি
রামদিয়া এলাকা নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল কুষ্টিয়া, পাবনাসহ অন্যান্য জেলার শত শত মানুষ। পাক হানাদার বাহিনীর হিংস্র ছোবলে পুড়ে কয়লা হয়েছে তাঁদের অনেকেই। এখানকার বড় বাড়িতে আগুন ধরিয়ে মারা হয় শতাধিক বাঙালিকে। তাঁদেরকে রামদিয়া স্কুলের পিছনে পুঁতে রাখা হয়।
এরপর তারা ঠাকুর নওপাড়া গ্রামে হানা দিয়ে মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র সরকার ও মুক্তিযোদ্ধা সুরেন্দ্র নাথ চক্রবর্তীকে গুলি করে হত্যা করে। মহেন্দ্রনাথ সরকারের পুকুর পাড়ে কালু দাস, বীরেন্দ্রনাথ দাস ও ভোজরাম চক্রবর্তীকে হত্যার পর একই গর্তে পুঁতে রাখে।