You dont have javascript enabled! Please enable it! বালিয়াকান্দির একাধিক বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

বালিয়াকান্দির একাধিক বধ্যভূমি

১৯৭১ সালের ৩ মে সকালে পাকবাহিনী বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রামদিয়া রেল স্টেশনে নেমে রামদিয়া বাজারে অগ্নিসংযোগ করে। এরপর তারা সাহা পাড়ায় অবিনাশ সাহার বাড়ির উঠানে অবিনাশ সাহা, মলয় সাহা, মনিন্দ্রনাথ সাহা, বিনয় দত্তকে গুলি করে হত্যার পর একই গর্তে পুঁতে রাখে।

অনুরূপ চন্ডী চরণ সাহার বাড়িতে একটি গর্তে মাটি চাপা দিয়েছে নিত্য সাহা, বিজয় সাহা, রাধা বনিক দত্ত, মঙ্গল সাহা, বিমল নাথ শীল ও তার স্ত্রী, দেবব্রতী সাহা, প্রিমল সাহার মা ও স্ত্রীকে।

সুকুমার সাহার বাড়িতে হরিদাসী সাহা, হৃদয় নাথ সাহা, উর্মিলাল সাহা, প্রমথ সাহা, আরতি সাহা, প্রমিলা সাহাকে হত্যার পর একটি গর্তে মাটি চাপা দেয়।

নিবারণ সাহার উঠানে গর্ত করে নিবারণ সাহা, নিরোদ সাহা, ষষ্ঠীচরণ সাহার মা, অমল সাহাকে হত্যার পর মাটি দিয়ে ঢেকে রাখে।