You dont have javascript enabled! Please enable it! মডার্ন সিনেমা হল বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মডার্ন সিনেমা হল বধ্যভূমি

মডার্ন সিনেমা হলের পিছনের বধ্যভূমিতে ১৯ জন বাঙালি সেনা কর্মকর্তা ও সৈনিককে সেনানিবাস থেকে বের করে এনে রাত ১২টার দিকে সাহেবগঞ্জে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। এই বধ্যভূমি থেকে বেঁচে যায় এক রিক্সাচালক। সেখানে জিনকি, মালেক, আলী হোসেন, ফারুক হোসেনসহ সবাইকে জবাই করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৮৪-৮৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪১৫-৪১৬; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২২৩; দৈনিক বাংলা, ২৬ এপ্রিল ও ১৯ জানুয়ারি ১৯৭২)