You dont have javascript enabled! Please enable it! সাহেবগঞ্জ বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সাহেবগঞ্জ বধ্যভূমি

পাক সেনারা রংপুর জেলখানা থেকে ১১ জন বন্দি ইপিআর সদস্যকে ধরে এনে হত্যা করে। হারাগাছ রোড ও সাহেবগঞ্জের মাঝামাঝি একটি স্থানে এই শহীদদের গণকবর রয়েছে। রংপুরের আলহাজ্ব আমির উদ্দিন এ তথ্য এন। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৮৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪১৫-৪১৭; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৪৮; দৈনিক বাংলা, ২৬ এপ্রিল ও ১৯ জানুয়ারি ১৯৭২)