মহিগঞ্জ শ্মশানঘাট বধ্যভূমি
মহিগঞ্জ শ্মশানঘাটের বধ্যভূমি থেকে সৌভাগ্যবশত বেঁচে যান মণ্টু ডাক্তার। ৩ এপ্রিল রংপুর সেনানিবাসের দুইটি মেস থেকে ১১ জনকে নিয়ে যাওয়া হয় মহিগঞ্জ শ্মশানঘাট বধ্যভূমি। এই দলে মণ্টু ডাক্তারের সঙ্গে ছিলেন রংপুরের জনপ্রিয় ভাসানী ন্যাপ নেতা ইয়াকুব মাহফুজ আলী। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৫-৮৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪১৫-৪১৭; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৪৮; দৈনিক বাংলা, ২৬ এপ্রিল ও ১৯ জানুয়ারি ১৯৭২)