You dont have javascript enabled! Please enable it!

রংপুর সেনানিবাস গণকবর

রংপুর সেনানিবাসের পাশেই রয়েছে একটি গণকবর। এই গণকবরটিতে পাকবাহিনী বেঙ্গল রেজিমেন্ট এবং বাঙালি ইপিআর সদস্যসহ প্রায় ২শ’ ব্যক্তির লাশ পুঁতে রাখে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, ‘স্বাধীনতার পর এখান থেকে প্রায় ১০ হাজার শহীদের লাশ উদ্ধার করা হয়’। ১২ এপ্রিল হানাদাররা সৈয়দপুর থেকে বহুসংখ্যক মাড়োয়ারিকে ধরে এনে হত্যা করে এখানে পুঁতে রাখে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৮৩-৮৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪১৫; দৈনিক বাংলা, ২৩ মার্চ ১৯৭২; দৈনিক বাংলা, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!